মুখের ক্যান্সার এর ৬ টি লক্ষণ

        Oral Cancer: মুখের ক্যানসারের যে টি উপসর্গ কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়

ক্যান্সার নানান ধরণের হয়। ক্যান্সারের নাম আমরা এটি কোন জায়গায় হয় তার ওপর ভিত্তি করে রাখি। যেমন মুখের ভিতর ক্যান্সার হলে আমরা একে মুখ ক্যান্সার বা মৌখিক ক্যান্সার বলে থাকি। যদি মুখের ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরে পড়ে তাহলে খুব সহজেই এর চিকিৎসা করা যায়। কিন্তু প্রথমিক অবস্থায় এটা তখনই ধরা পরবে যখন মানুষ এর সম্বন্ধে জানবে এবং এর লক্ষণ গুলি ঠিক করে বুঝতে পারবে। চলুন দেখে নেই মুখের ক্যানসারের গুরুত্বপূর্ণ ৬ টি লক্ষণ কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। 

/ মুখে ক্ষত

অধিকাংশ ক্ষেত্রে মুখের ক্ষত ভাইরাস দ্বারা সৃষ্ট ক্যানসার ক্ষত বা ফোঁড়ার মতো  হয়ে থাকে। এসব ক্ষত সাধারণত দশ দিনের মধ্যে সেরে ওঠে, কিন্তু কোনো ক্ষত দুই সপ্তাহ বা তারও বেশি সময় লেগে থাকলে তা দুশ্চিন্তা করার মতো লক্ষণ হতে পারে। ক্ষতের গঠনবিন্যাসও আপনাকে ধারনা দিতে পারে যে এটি ওরাল ক্যানসার বা মুখের ক্যানসার।

/ জিহ্বা ব্যথা

আপনার জিহ্বার ক্ষত বা ফুলে যাওয়ার ব্যথা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যেতে পারে। জিহ্বা অতিমাত্রায় সেনসিটিভ বা সংবেদনশীল হয়ে যেতে পারে। সেনসিটিভিটির ক্ষেত্রে এটি ফিঙ্গারটিপের মতোই।

/ মুখে অসাড়তা

যদি মুখ ক্যানসারের টিউমার আপনার মুখের স্নায়ুকে আঘাত করার মতো যথেষ্ট বড় হয়, আপনি মুখের কোনো স্থানে অসাড়তা লক্ষ্য করতে পারেন। যদিও এ অসাড়তা অন্য কোথাও প্রসারিত হবে না। টিউমার ঐ জায়গায় ছড়ানোর পূর্বে আপনি সম্ভবত মাসের পর মাস টিউমার থেকে ব্যথা অনুভব করে থাকবেন।

/ কর্কশ কন্ঠ

হ্যাঁ, স্মোকারদের মধ্যে মুখে ক্যানসার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যাদের কণ্ঠস্বর বছরের পর বছর ধীরে ধীরে পরিবর্তন হয়। যদি আপনার কণ্ঠস্বর হঠাৎ করে কর্কশ হয়ে যায় এবং এ কর্কশ কন্ঠ দুই সপ্তাহ বা তারও অধিক সময় ধরে থাকে, এটি মুখ ক্যানসারের একটি লক্ষণ হতে পারে যা আপনার কণ্ঠস্বরকে প্রভাবিত করছে।

/স্পষ্টভাবে শব্দ উচ্চারণে সমস্যা

মুখের ক্যানসার জিহ্বার ক্ষতি করে, যে কারণে কথা বলা কষ্টকর হতে পারে অথবা জিহ্বা নাড়ানো কঠিন হতে পারে। এসবের যেকোনো একটি ঘটলে আপনি লক্ষ্য করতে পারেন যে স্পষ্টভাবে শব্দ উচ্চারণে আপনার সমস্যা হচ্ছে যা পূর্বে হতো না।

/ চোয়াল ব্যথা

মুখে ক্যানসার হলে আপনার মুখ খোলার সময় চোয়াল ব্যথাদায়ক হতে পারে। আপনার চোয়ালের মাংসপেশি সংকুচিত হয়ে যেতে পারে, যে কারণে দাঁতের সঙ্গে দাঁত লেগে যাবে এবং মুখ খোলা কঠিন হবে। যখন আপনি মুখ খুলবেন ব্যথা আরো বেড়ে যাবে।


বাংলাদেশে মুখের ক্যান্সার এর চিকিৎসায় একজন অগ্রদুত হচ্ছেন অধ্যাপক ডাঃ নাসির উদ্দিনঅধ্যাপক ডাঃ নাসির উদ্দিন বাংলাদেশ ও বিদেশে মুখের ক্যানসার বিষয়ে তার গবেষণালব্ধ ফলাফলকে কাজে লাগিয়ে ঢাকায় দীর্ঘদিন যাবত মুখের ক্যানসারের আধুনিক চিকিৎসা ও সার্জারি করে আসছেন। দীর্ঘ সময় যাবত অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন ও তার টিম অত্যন্ত সাফল্যের সাথে মুখের ক্যান্সার ও ঘা সহ দাঁত এবং মুখের অভ্যন্তরের সকল রোগের চিকিৎসা দিয়ে বহু রোগীর সাভাবিক জীবন নিশ্চিত করেছেন। উপরে বর্ণিত উপসর্গ সমূহ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হউন এবং সুস্থ-স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করুন।  
  • Call us: 01611606095
  • Click to Chat
    Scroll to Top